পাত্রীপক্ষ যদি হোমিওপ্যাথিক হতো, তাহলে কেমনে পাত্রের চরিত্র বিচার করতো?
ওর
ফসফরাস= ৬ মাস পরপর অন্য মেয়ের প্রেমে পড়ে। এরা সহানুভূতির কারনেও অন্যের প্রেমে পড়ে যায়।
লাইকোপোডিয়াম= ঘরে স্ত্রী থাকা স্বত্বেও অন্য একাধিক মহিলার সাথে প্রেম করে।
প্রেমিকা বিয়ের কথা বললেই তার আর ভালো লাগেনা, মুলত বিয়ে করে বউ সন্তান এদের দায়িত্ব নিতে ভয় পায়, আত্মবিশ্বাসের অভাব।
মেডোরিনাম=একই সাথে একাধিক মেয়ের সাথে প্রেম করে,এদের বলা হয় সেক্স মেশিন। এরা সহজেই প্রেমিককে বেড পার্টনার বানাতে পটু।41
প্লাটিনা= অভিজাত বংশীয় ছেলে, নিজেকে খুব বড় মনে করে।
সালফার= মনের মাধুরি মেশানো সৌন্দর্যের মেয়ে খুঁজে খুঁজে খুঁজে, এজন্য এদের বিয়ে করতে দেরি হয়।
থুজা= আত্মবিশ্বাসের অভাব, এদের প্রেম কাহিনী পৃথিবীর কেউ জানে না, সব সময় গোপনীয়ভাবে বেড়ায়।
স্ট্যাফিসেগ্রীয়া= খুব লাজুক,, সবকিছু চাপা দিতে চায়, সারদিন যৌনচিন্তা মাথায় নিয়া ঘুরে, এরা খুব চালাকচতুর।
Homoeo pathy bd
হায়োসিয়ামাস= বেহায়া,নির্লজ্জ, অসভ্য,সন্দেহপ্রবন, লুচ্চামিতে পটু। এরা ওপেনভাবে রাস্তাঘাটে কুকুরের মত আচরণ করতেও লজ্জাবোধ করে না।
ল্যাকেসিস= পুরো পরিবার নিজের কন্ট্রোলে রাখতে চায়, বড় বড় ঝামেলাতে ভরপুর, বউ কারো সাথে কথা বললেও সহ্য করতে পারে না, সর্বদা চোখে চোখে রাখে। এরা পারলে বেড রুমেও সিসিটিভি লাগায়। You Tube , Amarhomoeo.
ন্যাট্রাম মিউর= অপাত্রে পিরীতি। কোন পিরীতে বাড়াইলা বন্ধু ছেড়ে যাইবা যদি। আমার সোনার ময়না পাখি, কোন বা দেশে গেলি উইড়ারে, দিয়া মোরে ফাঁকি।//369//alfalfa// সবাই তো সুখী হতে কেউ সুখী হয় কেউ হয় না। ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে হইয়া গেছে। অন্য কাউকে আর মন দিতে পারছে না, বারেবারে মন পিছন দিকে ফিরে তাকায়।
এসিড ফ্লোর= বুড়ো বয়সে আর কত, গরমকাতর, কাম-ভাব, যত্রতত্র, তেতুল দেখলেই লালা ঝরে, বুড়া বয়সে কচি মেয়ে বিয়ে করে!//sex treetment//
তবে এরা ফসফরাসের প্রেমে নিজে পড়তে পার
https://youtu.be/KNAGsUPcKrA