সংশোধন করে স্নাতক (পাস) না করলে যে সমস্যা গুলো হতে পারেঃ
ডিএইচএমএস কোর্সের সমমান বিএস-সি (পাস) ডিগ্রি না করলে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ গুলোর ডিএইচএমএস পাস প্রভাষক, সহকারী অধ্যাপক, অধ্যক্ষ কিভাবে পদবী প্রভাষক, সহকারী অধ্যাপক, অধ্যক্ষ লিখবে। বেতন স্কেল কিভাবে প্রভাষক, সহকারী অধ্যাপক, অধ্যক্ষের অনুরুপ পাবে।
অবস্থা হবে পলিটেকনিক ইন্সটিটিউট এর ডিপ্লোমা পাসকৃতরা জুনিয়র ইন্সট্রাকটর এর মত। এক সময় হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ না ইন্সটিটিউট হতে পারে। কারণ ডিপ্লোমা আবার উচ্চমাধ্যমিক পাস সমমান দিবে কিভাবে মেডিক্যাল কলেজ লিখবে। আবার ডিপ্লোমা পাসকৃতরা কিভাবে প্রভাষক বা সহকারী অধ্যাপক, অধ্যক্ষ হবে। প্রভাষক বা সহকারী অধ্যাপক না জুনিয়র ইন্সট্রাকটর বা সহকারী শিক্ষক হতে পারে।
এজন্য স্নাতক (পাস) সমমান দিতে হবে। বিএইচএমএস কোর্সকৃতদের বিএস-সি (অর্নাস) বা স্নাতক (সন্মান) মান দিলে তারা অধ্যক্ষ, প্রভাষক,সহকারী অধ্যাপক হবে। ভাল বেতন স্কেল ও সুযোগসুবিধা পাবে। তারা হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ এর প্রভাষক, সহকারী অধ্যাপক, অধ্যক্ষ হবে। ডিএইচএমএসরা নয়। ডিএইচএমএস কোর্সকে স্নাতক (পাস) ডিগ্রি সমমান দিলে মর্যাদা ও সুবিধা পাবে, না হলে নয়।
অথবা যে কেহ ডিপ্লোমাদের বিরুদ্ধে রীট করলে ডিপ্লোমাদের সুযোগসুবিধা বন্ধ হবে।
এজন্য প্রয়োজন হোমিওপ্যাথি চিকিৎসা আইন ২০১৮ এর ১৫ পাতা এর ২০নং এর “খ” ধারা সংশোধন করে ডিএইচএমএস কোর্সকে স্নাতক (পাস) সমমান করা।
(মতামত) যথাযথ সন্মান রেখেই বলছিঃ বাংলাদেশের হোমিওপ্যাথি চিকিৎসা আইন প্রনয়ন কমিটির সন্মানীত সভাপতি, সদস্য, সদস্য সচিব ব্যক্তিদের নিকট হতে জানতে চান যা নাগরিক হিসাবে ডিএইচএমএসদের সংবিধানিক অধিকার। এ বিষয়ে তারা ভাল বলতে পারবে।
সর্বশেষ ১৪/০৫/২০১৮খ্রিঃ বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডে অাইনের খসরা আলোচনা হয় সেখানে ডিএইচএমএসদের জন্য স্বার্থ বিরোধি ও অপমানজনক এবং অমর্যাদাকর ১৫পাতা, ২০নং এর “খ” আইনের খসরা অনুমোদন করেছে কেন?
মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পীকার, মাননীয় স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য সচিব, বোর্ড চেয়ারম্যান ও রেজিষ্ট্রার কে স্নাতক (পাস) সমমান সহ প্রধান ৩ দফা দাবি বিষয়ক লিখিত পত্র (০৪/০২/২০১৬খ্রিঃ ও ০২/০১/২০১৭খ্রিঃ) বাংলাদেশের ডিএইচএমএস কৃতরা প্রেরন করলেও কেন বাস্তবায়ন করনি। কাদের বা কোন কোর্সধারীদের স্বার্থে অমর্যাদাকর এটা করেছে। অবিলম্বে ১৫ পাতা ২০নং এর “খ” সংশোধন করে ডিএইচএমএস কোর্সকে স্নাতক (পাস) সমমান করুন।
দেশের হোমিওপ্যাথি বিষয়ক সভা মঞ্চ গুলোতে বলছে [ ডিএইচএমএস কোর্স গ্রাজুয়েট বা স্নাতক (পাস) সমমান শীঘ্রই দেওয়া হবে। এ বিষয়ে দাবি করতে হবেনা.. ] এক কথা ও আইনের কাগজ কলমে অন্যকথা (উচ্চমাধ্যমিক সমমান প্রস্তাব)।