Phytoesrogenic Herbs(ইস্ট্রোজেন হরমোন পরিপূরক ভেষজসমূহ)ঃ
********************************************
Phytoestrogen হল উদ্ভিদজাত ভিত্তিক Phenolic যৌগিক পদার্থ। নারীদেহে ইস্ট্রোজেন হরমোনের নূন্যতা ও বৃদ্ধিজনিত লক্ষণ ও রোগসমূহ নিরাময় করে। অর্থাৎ ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য রক্ষা করে।
নারীদেহে ইস্ট্রোজেন হরমোনের পরিপূরক হিসেবে Phytoestrogen Receptors হিসেবে কাজ করে।
# বিভিন্ন প্রকার Phytoestroen রাসায়নিক উপাদানসমূহঃ
√Phenolic Compounds.
★Isoflavones.
★ Triterpenoid Saponin & Glycosides(Steroidal Saponin Glycosides).
★Coumestans.
★Lignans.
★Prenylflavonoid.
এখন যে বিষয় জানা প্রয়োজন তাহল Estrogen Hormone এর কাজ এবং এই হরমোনের নূন্যতা ও বৃদ্ধিজনিত রোগ ও লক্ষণসমূহ।
# ইস্ট্রোজেনের কার্যাবলী ও গঠনমূলকঃ-
১) প্রথম পর্যায়ে যৌবনাগমনের পর প্রজেস্টোরনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন যৌনাঙ্গাদি গঠনের পূর্ণাঙ্গতা আনে।
২) দ্বিতীয় পর্যায় ভুক্ত যৌন চরিত্র গঠিত হয়।
ক) দেহের বিভিন্ন স্থানে মেদ সঞ্চিত করে
খ) নিতম্ব,উরু,বাহু,বক্ষ উন্নত ও গঠন উপযুক্তময় হয়।
গ) কোমলতার ভাব ফুটে ওঠে।
ঘ) যৌবানগমনের সময় উচ্চতা বৃদ্ধির সাহায্য করে।
ঙ) ঋতুচক্রের সময় জরায়ুর অন্তবেষ্টক (এন্ডোমেট্রিয়াল কোষ) উন্নতি বা বিকাশে উদ্দীপিত করে।
(৩) জরায়ু ও যোনীপথ আকৃতি বৃদ্ধিতে কাজ করে। (৪) যোনীপথ তৈলাক্ত ও প্রাচীর ঘনীভূত রাখতে সাহায্য করে।
(৫) গর্ভাবস্থায় জরায়ু বৃদ্ধিতে সাহায্য করে।
(৬) গর্ভাবস্থায় কার্পাস লিউটিয়াম ও প্রজেস্টোরন সব কাজ বৃদ্ধিতে সাহায্য করে।
(৭) স্তনগ্রন্থিতে ফ্যাট সন্ঞ্চয় এবংস্তনগ্রন্থির সংশ্লিষ্ট নালীতন্ত্র বৃদ্ধিতে সাহায্য করে।
(৮) থাইমাস গ্রন্থির সক্রিয়তায় বাধা প্রদানে সাহায্য করে থাকে।
(৯) পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ(পোষ্টিয়ার) অংশ থেকে অক্সিটোসিনের ক্রিয়া বৃদ্ধির প্রক্রিয়ায় প্রসবের সূত্রপাত ঘটাতে সাহায্য করে থাকে।
(১০) পুরুষের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন শুক্রানুর পরিপক্কতার এবং যৌন কামনা নিয়ন্ত্রণে সাহায্য করে।
(১১) ক্যালসিয়াম ও ফসফরাস দেহে জমাতে সাহায্য করে।
(১২) প্রোটিন সংশ্লেষণে প্রোটিন বন্ধন উৎপন্নে যকৃতের কার্যকর বৃদ্ধিতে সাহায্য করে।
(১৩) প্রোটিন জমাট বাধতে সাহায্য করে। (Factors II,VIII, IX,X, Plasmingo)
(১৪) অনুচক্রিকার আঠালোভাব বৃদ্ধি ও জমাট বাধা কমাতে সাহায্য করে।
(১৫) HDLকোলেস্টেরল বৃদ্ধিতে সাহায্য করে।
(১৬) LDLকোলেস্টরল এবং ফ্যাট গচ্ছিতকরন কমাতে সাহায্য করে।
(১৭) রক্ত ও পেশীতে জলের পরিমান বৃদ্ধিতে সাহায্য করে।
(১৮) অন্ত্রের সঞ্চালন ক্রিয়া কমাতে সাহায্য করে।
(১৯) পিত্তরসে কোলেস্টেরল বৃদ্ধিতে কাজ করে।
(২০) ফুসফুসের কর্যক্রম উন্নয়নে সাহায্য। (২১) ডিম্বাশয়ের ডিম্বানুর পরিপক্কতা ও নিঃসরনে সাহায্য করে।
(২২) নিয়মিত ঋতু চক্র বজায় রাখতে সাহায্য করে। (২৩) পিটুইটারী গ্রন্থি থেকে নিঃসৃত হর্মোন ফলিকুল ষ্টিমুলেটিং হর্মোন(FSH)নিঃসরন নিয়ন্ত্রন করে। (২৪) প্রোটিন সংশ্লেষনে বৃদ্ধিতে সাহায্য করে থাকে। (২৫) ক্যালসিয়াম ও ফসফরাস দেহে জমাতে সাহায্য করে।
(২৬) হরমোন সংবেদনশীল স্তন ক্যান্সার উন্নয়ন এবং নিয়ন্ত্রণে সাহায্য করে।
(২৭) কর্টিসল এবং গ্লোবিউলিন বন্ধন যৌন হরমোন বৃদ্ধিতে সাহায্য করে।
(২৮) ইস্ট্রোজেন মেলানিন এবং ফিমোমেলানিন বৃদ্ধিতে সাহায্য করে।
(২৯) অ্যাড্রিনাল কর্টেক্সের কাজ বৃদ্ধি করে এবং এর ফলে বেশী মাত্রয় অ্যাড্রিনোকর্টিকোট্রোপিক হরমোন নিঃসৃত হয়।
(৩০) পিটুইটারী গ্রন্থির পোষ্টিরিয়ার অংশ থেকে নিঃসৃত হরমোন অক্সিটোসিন জরায়ুর পেশীর উপর কাজ করতে সাহায্য করে।
(৩১) হৃদসংক্রান্ত ব্যাধি আক্রান্তে বাধা প্রদান করে।
(৩২) হৃদক্রিয়া বন্দে বাধা প্রদান করে।
(৩৩) মূত্র ও জননতন্রের অবক্ষয় বাধা প্রদান করে।
(৩৪) অ্যালজাইমার্স রোগ বাধা প্রদান করে।
(৩৫) কোলন ক্যান্সার কমাতে সাহায্য করে।
(৩৬) দাঁতের ক্ষয় কমাতে সাহায্য করে
(৩৭) রজোঃনিবৃত্তির লক্ষণসমূহ কমাতে সাহায্য করে।
(৩৮) অষ্টিওপ্রোসিস রোগ সৃষ্টিতে বাধা প্রদান করে।
#মহিলাদের Estrogen Hormone-এর মান বৃদ্ধি পেলে যে সব রোগ ও লক্ষণসমূহ দেখা দেয় তা হল: (১) জরায়ুর ফাইব্রয়েড।
(২) অনিয়মিত ঋতুস্রাব।
(৩) Premenstrual Syndrome.
(৪) যৌন ক্ষমতা/আঙ্খাকা কমে যায়। (৫) দোদুল্য মানসিকতা।
(৬) শারীরিক ও মানসিক অবসাদ।
(৭) নিতম্ব(পাছা) ও উরুতে ওজন বৃদ্ধি।
(৮) যোনীপথে শুস্কতা।
(৯) স্মৃতিশক্তি হ্রাস।
(১০) যোনীপথে শুস্কতা।
(১১) যোনীপথে ইনফেকশন। (১২)সন্ধিবাত।
(১৩)হৃদরোগ।
(১৪)শরীরে অতিরিক্ত মেদ বৃদ্ধি। (১৫)Fibrocystic Breast(স্তনের ফাইব্রাস কলার বৃদ্ধি)।
(১৬)স্তন ক্ষত ও বৃদ্ধিপ্রাপ্ত হওয়া।
(১৭)স্তন ক্যান্সারের ঝুকি বৃদ্ধি। (১৮)Polycystic Ovary(ডিম্বাশয়ে বহু সংখ্যক সিস্ট বা থলিযুক্ত)।
(১৯)অনিদ্রা।
(২০)ক্লান্তি অনুভব।
(২১)সহজে প্রকুপিত হয়ে উঠে। (২২)গর্ভস্রাব।
(২৩)উচ্চ রক্তচাপ।
(২৪)রক্তের শর্কার মান নিয়ন্ত্রন হ্রাস করে। (২৫)মাথার চুল পাতলা হয়ে যায় এবংশরীরে লোম বা কেশ বৃদ্ধি পায়। (২৬)থাইরয়েড গ্রন্থির কার্যকরী ক্ষমতা হ্রাস করে।
(২৭)অষ্টিওপ্রোরোসিস(দুই অস্থির মধ্যবর্তী অংশের বিস্তরন)
(২৮)অটোইমিউন পদ্ধতির বিপর্যয়ের ঝুকি বেড়ে যায় যেমনঃ-
★শরীরে হঠাৎ অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি। ★জরায়ুর ক্যান্সারের ঝুকি বৃদ্ধি। ★কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি।
★চর্মরোগের সমস্যা (ব্রণ,সোরাইসিস ও চর্মের উপর লাল বর্ন হওয়া।) ★পিত্তথলীর রোগ।
★এলার্জি।
★মুখমন্ডলে অতিরিক্ত লোম।
★ডায়েরিয়া ও বমি।
# মহিলাদের ইস্ট্রোজেনের মান কম হলে যে সব লক্ষণ ও রোগসমূহ সৃস্টি হয় তাহলঃ
১) শারীরিক ও মানসিক অবসাদ।
২) যৌনীপথের শীর্ণতা।
৩) শরীর থেকে ক্ষণকাল তাপমাত্রা স্ফুরিত।
৪) অস্থি দুর্বল হয়ে যাওয়া এবং যন্ত্রণাদায়ক অস্থি।
৫) রাত্রে ঘর্ম।
৬) স্মৃতি ভ্রংশ।
৭) সন্ধি সমূহে বেদনা।
৮) যোনীপথের শুষ্কতা।
৯) চর্ম শুস্ক ও,কুঁচিত হওয়া এবং বাদামী বর্ণের ক্ষুদ্র দাগ।
১০) যৌন কামনা বা শক্তি হ্রাস।
১১) অথেরোস্কেলোরোসিস। ( ধমনীর মধ্যে ক্লেদময় অর্বুদের জন্য ধমনীর ভিতর রক্ত চলাচলের স্থান ক্রমশ সরু হতে থাকে)
১২) মাথা ব্যথা।
১৩) যোনীপথের ইনফেকশন।
১৪) সন্ধি প্রদাহ।
১৫) বিষন্নতা।
১৬) আতঙ্ক ভাব।
১৭) আত্মসম্ভ্রম কমে যাওয়া।
১৮) দোদুল্যমান মানসিকতা।
১৯) দ্রুত হৃৎস্পন্দন।
২০) কোমরের নিচের অংশে বেদনা।
২১) আত্মসংযমের অভাব।
২২) গর্ভপাত।
২৩) স্তনের পরিবর্তন ঘটে।
২৪) যৌন আঙ্খাকা ও শক্তি কম।
২৫) অ্যাস্টিওপ্রোসিসের ঝুঁকি বেড়ে যায়।
২৬) হৃদযন্ত্র ও হৃদসংক্রান্ত রোগের ঝুঁকি বেড়ে যায়।
২৭)আত্মসংযমের অভাব।
২৮) তাপমাত্রা নিয়ন্ত্রণহীন। ( কখনো গরম,ঠান্ডা অনুভূতি বা তাপমাত্রা আরো কমে)
২৯) অবারিত মূত্র ত্যাগ।
# Phytoestrogenic Herbs
(১)ASHOKA
#এই ভেষজ গঠিত রাসায়নিক উপাদানসমূহঃ
√Steroidal Saponins Glycosides.
√Tannins(0.57℅-7.85℅)
√Ash(2.43℅-6.69℅)
& Extracts(5.74℅-14.97℅)
√Flavonoid(Anthocyanin)
#Fatty Acid & Cabohydrates.
√Phytosterol.
√Phytoestrogen.
(২)HELONIAS DIOICA
#এই ভেষজে গাঠনিক রাসায়নিকউপাদানসমূহঃ
#Steroidal Saponins Including Chamaelirin Chiograsterol,Aglycone Diosgenin OtherSaponins with an” Unusval” Cholestane Core & Sterol.
★Cadmium, Copper,Molybdenum, Sulpher,Cobalt,Zinc.
(৩)DIOSCOREA ViLLOSA
#এই ভেষজ গঠিত রাসায়নিকউপাদানসমূহঃ
#Steroidal Glycosides Saponin(Including Dioscin & trilling Yield Diogenin).
★Balance Estrogen & Progesterone Hormone.
★Inhibit the Growth of Breast Tumar.
★Anti-Inflammatory.
★Antispasmodic.
#Alkaloid(Including Dioscorine,Tannins)
√Action:
★Emetic
★Antibilious
★Antioxident
★Cholagogue
★Emetic.
#Tannins.√Action:
★Antioxident
★Anti-Inflammatory.Antimicrobe
#Highly-Potassium
Action:
★Reduce Blood Sugar
★ Strong Antioxident.
#Minarels:Calcium,Boron,Megnesium,Sodium,Iron, CobaltMenganese, Phosphorus,SiliconZinc.
#Vitamin-B2,B3,B6,B12,C
(৪)Cimicifuga Recemosa
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
#Isoflavones Compound(Cimicifugin, Racemosin)
#Triterpene Glycosides(Steroidal Glycosides(Phytoestrogen)√Action:
★Balance Estrogen & Progesterone Hormone.
★Inhibit the Growth of Breast Tumar.
#23-epi-26-Deoxyactein.
√Action:
★Inhibit the Growth of breast Tumar.
√Action:
★Anti Cancer Agent.
#polyphenolic Acids (Including-Caffeic Acid,Isoferulic Acid, Fukinolic Acid &Cimicifugic Acids.
√Action:
★Anti-Inflammatory.
★Antioxident.
#Votile Oils.
√Action:*Prevention & Treatment of Varity Cancer(Leukemia,Mouth, Breast,Lung,Prostate,Liver, Colon & Brain Cancer)
√Action:★Anti-Cancer ★Anti-Oxident★Anti-Microbial.
(৫)VIBERNUM OPULUS
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসসমাহঃ
#Triterpenoid Saponins.
#Plants Acid(Including Valeric Acid)
#Minarels:Calcium, Magnesium,Manganese,
Phosphorus,Potassium, Selenium,Zinc.
(৬)Caulophyllum Thalictroides
√Common Name:Blue Cohosh Root,Squaw Root,Radix Caulophylli,Blue Ginseng,Yellow Ginseng.
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√Alkaloid,Cystine((Caulophlline)
√Triterpenoid Saponin & Glycosides(Steroidal Saponin Glycosides)
√Baptifoline
√Anagyrin.
√Laburnine also Caulosaponin
√Resins.